কক্সবাজার সংবাদদাতা : জেলার টেকনাফে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ফাতেমা বেগম (৩৫) নামের এক গৃহবধুকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে সাত হাজার ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফের দমদমিয়া চেকপোস্টে শুক্রবার সকাল আটটায় এ ঘটনা ঘটে।

বিজিবি ৪২ এর অধিনায়ক আবু জার আল জাহিদ দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির কোম্পানি কমান্ডার নূরুল আমিনের নেতৃত্বে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ফাতেমা বেগম নামের এক গৃহবধুর কাছে সাত হাজার ১১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

মাদক আইনে মামলা করে আটক ফাতেমা বেগমকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আটক ফাতেমা বেগম টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবদুল আমিনের স্ত্রী।

(দ্য রিপোর্ট/কেএ/এমএইচও/ডিসেম্বর ০৬, ২০১৩)