দিরিপোর্ট২৪ প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুরে জন্মগ্রহণ করেন।

চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে চলচ্চিত্রকার সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে আসেন। সে সময়ের খ্যাতিমান চলচ্চিত্রকার, অভিনেতা ফতেহ লোহানী এবং বরেণ্য সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদুল হকের সহকারি পরিচালক হিসেবে চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত হন।

তিনি মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা। তার নির্মিত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, দেবদাস, শুভ দা, চন্দ্রনাথ, সুভা, শাস্তি, বিরহ ব্যথা, শিল্পী ও হাছন রাজা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবলম্বনে দুইবার চলচ্চিত্র নির্মাণ করে তিনি রেকর্ড করেছেন। এছাড়াও তিনি জাতীয় তিন নেতাকে নিয়ে নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র শেরেবাংলা, মওলানা ভাসানী ও দেশ জাতি জিয়াউর রহমান।

তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)