উদ্বোধনী ম্যাচে জয় সেরেনার
বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর সেরেনার বিপক্ষে দাঁড়াতেই পারেননি জার্মানির তারকা কারবার। তাকে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়ে জয় নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের সেরেনা।
প্রতিযোগিতায় শিরোপা না জিতলেও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে রাখতে কোনো সমস্যায় পড়বেন না সেরেনা। যদি টুর্নামেন্টের শিরোপা জিততে পারেন তবে টেনিসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মৌসুমের শেষ শিরোপা জয়ের রেকর্ড গড়বেন তিনি।
এদিকে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ও তৃতীয় বাছাই আগনিয়েস্কা রাদওয়ানাস্কা। আজারেঙ্কা ৭-৬ (৭-৪) ও ৬-২ গেমে সারা ইরানিকে এবং রাদওয়ানাস্কা ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন পেত্রা কভিতোভাকে।
(দিরিপোর্ট২৪/সিজি/এএস/এমএআর/অক্টোবর ২৩, ২০১৩)