সব দল অংশ নিলে নির্বাচনে যাবো : এরশাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনে সব দল অংশ নিলে এবং নির্বাচনের তারিখ ১০ দিন বাড়ানো হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। আমি আমার সিদ্ধান্তে অটল, অনড়। সব দল অংশ না নিলে নির্বাচনে যাবো না।
শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে বারিধারার প্রেসিডেন্ট পার্কের নিচে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ।
জাপা চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার দুপুরে আমার দলের তিন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা প্রধানমন্ত্রীকে সব দলের অংশগ্রহণ এবং তফসিল পুনর্নিধারণের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের প্রস্তাব গ্রহণ করেননি। তাই আমরা আমাদের আগের সিদ্ধান্তে অটল ও অনড় রয়েছি।
এরশাদ বলেন, আমার দলের পাঁচ মন্ত্রীর পদত্যাগপত্র আমার কাছে জমা আছে। বাকি দুজনও পদত্যাগপত্র জমা দেবেন। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। তারা আমাদের সঙ্গেই আছেন।
(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/ডিসেম্বর ০৬, ২০১৩)