পোর্ট ডেমারেজ চার্জ মওকুফের ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল ও অবরোধে আটকে পড়া কর্গোর ডেমারেজ চার্জ মওকুফের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ী সমাজ ও ভোক্তাদের বৃহত্তর স্বার্থে হরতাল-অবরোধে বন্দরে আটকে পড়া কার্গোর চার্জ মওকুফের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
মাহবুবুল আলম জানান, ৫ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ৩০ নভেম্বর নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের কাছে বন্দরের এ ডেমারেজ চার্জ মওকুফের আবেদন জানিয়েছিল। আবেদনের প্রেক্ষিতে ৪ ডিসেম্বর বন্দর বোর্ড রুমে সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নৌ-পরিবহন মন্ত্রী পোর্ট ডেমারেজ চার্জ মওকুফের ঘোষণা দেন।
(দ্য রিপোর্ট/এআই/এইচএস/ডিসেম্বর ০৬, ২০১৩)