দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সর্বোচ্চ আদালেতের সাবেক বিচারপতি একে গাঙ্গুলির বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগ গ্রহণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে আদালত। খবর আলজাজিরার।

তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ অভিযোগ গ্রহণ করে।

প্রসঙ্গত, সম্প্রতি অবসর নেওয়া ‍বিচারক একে গাঙ্গুলির বিরুদ্ধে ২০১২ সালের ২৪ ‍ডিসেম্বর দিল্লির একটি বিলাসবহুল হোটেলে এক শিক্ষানবিশ আইনজীবীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। ওই তারিখের ঠিক আগের সপ্তাহেই ভারতের দিল্লিতে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভ করে হাজারো জনতা।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৬, ২০১৩)