দ্য রিপোর্ট প্রতিবেদক : হংকং ওপেনের দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। আগের দিন যৌথভাবে ৬৯তম স্থানে থাকা দেশসেরা গলফার শুক্রবার পারের চেয়ে ৩ শট বেশি খেলে যৌথভাবে ৯৭তম স্থানে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।

হংকং গলফ ক্লাবে আয়োজিত ১৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির প্রতিযোগিতায় বৃহস্পতিবার উদ্বোধনী রাউন্ডে পারের চেয়ে একশট বেশি খেলেছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করায় কাট এড়াতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি এই গলফ আইকন। এই রাউন্ডের নির্ধারিত ১৮ হোলের খেলায় একটি মাত্র বার্ডির (পারের চেয়ে একশট কম) বিপরীতে ৪টি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেছেন তিনি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৬, ২০১৩)