মিরপুরে গুলি করে যুবককে হত্যা, আটক ১
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর- ১০ পল্লবী এলাকার প্যারিস রোডে শুক্রবার রাত সোয়া ৮টায় মো. রোকনুজ্জামান সুমন (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের বাবার নাম আবু তৈয়ব, গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।
এ ঘটনায় সোহাগ (২৫) নামের একজনকে আটক করা হয়েছে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ দ্য রিপোর্টকে জানান, শুক্রবার রাত সোয়া ৮টায় কয়েকেজন সন্ত্রাসী সুমনকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বুকে গুলি লেগেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। তবে কয়টি গুলি লেগেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
নিহতের বাবা জানান, প্যারিস রোডে তাদের একটি বাড়ি নির্মাণাধীন। ঘটনার সময় সে বাড়ির কাছেই ছিল। তিন মাস আগে স্থানীয় সন্ত্রাসী মোক্তার ও সোহাগ ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা হত্যার হুমকি দেয়। তিন মাস আগে তারা আমার গাড়ি লক্ষ্য করে গুলি করে। এ ঘটনায় আমি পল্লবী থানায় একটি জিডি করি।
তিনি আরো জানান, মিরপুর- ১০ এর একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। সেখানে তার নিজস্ব একটি প্রিন্টিং প্রেসের ব্যবসা আছে।
(দ্য রিপোর্ট/এএইচএ/এসআর/কেজেএন/এমএআর/ডিসেম্বর ০৬, ২০১৩)