দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এক বিবৃতিতে বলেছেন, সেবাদাস সরকারের পতন এখন দিন ও ঘণ্টার ব্যাপার মাত্র।

জাগপার দপ্তর সম্পাদক এম এ হাফিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ সফরকালে ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের রাজনৈতিক বিষয়ে নগ্ন হস্তক্ষেপের কঠোর নিন্দাও জানান তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশ সিকিম-ভুটান নয়। কারা নির্বাচন করবেন ও কাদের রাখতে হবে এ নির্দেশনা দেওয়ার এখতিয়ার নিশ্চয়ই দিল্লি রাখে না।

সাবেক এই ছাত্রনেতা বলেন, আপাদমস্তক সাম্প্রদায়িক ও উগ্রবর্ণবাদী হিন্দুস্তানের এ ধরনের নছিহত বাংলাদেশের স্বাধীনচেতা জনগণ মানতে বাধ্য নয়। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা ও স্বাধীনতা বাংলাদেশের জনগণের আছে।

তিনি আরো বলেন, সীমান্তে হায়নার ক্ষুব্ধ গর্জন, আকাশে শকুনের ছায়া। জাতি এক সম্ভাবনাময় ক্রান্তিকাল অতিক্রম করছে।

বর্তমান সরকারকে জালিমশাহী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে চলমান আখেরি সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএইচও/ডিসেম্বর ০৬, ২০১৩)