দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তান তেহরিক ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন তার দল ন্যাটো ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামেনি। তবে ইউএস ড্রোন হামলা ও খাইবার পশতুনখাওয়ায় ন্যাটোর রসদ সরবরাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খবর ডননিউজের।

পাকিস্তানে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূতের বাসায় শুক্রবার অনুষ্ঠিত রাতের খাবারের বৈঠকে ন্যাটো সেনাদের তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন শাহ মোহাম্মদ কোরেশি, শিরিন মাজারি ও নিয়ামুল হক।

ইমরান বলেন, ‘পিটিআই যুক্তরাষ্ট্র অথবা ন্যাটোর সঙ্গে যুদ্ধ করতে চায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইউএস ড্রোন হামলা ফাতা ও খাইবার পশতুনখাওয়ার সঙ্গে (ইসলামাবাদের) সম্পর্ক নষ্ট করেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানে ইউএস ড্রোন হামলা বন্ধ করা পিটিআইয়ের রাজনৈতিক অঙ্গীকার। সব দলকে সঙ্গে নিয়ে পিটিআই এ আন্দোলনে নেমেছে। শেষ পর্যন্ত তারা ন্যাটোর রসদ বন্ধে মাঠে নেমেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার যদি ইউএস ড্রোন হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে পিটিআই ন্যাটোর রসদ সরবরাহে বাধা দেবে না।

ন্যাটোর সেনা সদস্যদের আলোচনায় ইমরান বলেছেন, ড্রোন হামলার বিরুদ্ধে দেশব্যাপী জনমত গঠন হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উচিত এখনই তা বন্ধ করা।

এদিকে, ইমরানকে পাকিস্তানে নিযুক্ত ইউএস রাষ্ট্রদূতের আলোচনার আহ্বান ও ইমরানের তা প্রত্যাখ্যানের যে সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইউএস রাষ্ট্রদূত রিচার্ড ডি. ওলসন।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৬, ২০১৩)