বিবিসির শত নারীতে বাংলাদেশের রুবানা হক
অক্টোবরের ২৫ তারিখে তারা লন্ডনে বিবিসির ব্রডকাস্টিং হাউসে সমবেত হবেন। দিনভর চলবে আলোচনা এবং বিতর্ক।
অংশগ্রহণকারীরা আসছেন বিশ্বের নানা প্রান্ত থেকে, বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্র থেকে। তাদের মধ্যে যেমন আছেন ব্যবসায়ী, ডাক্তার, ধর্মপ্রচারকারী তেমনি আছেন গৃহিণী, গায়িকা, অভিনেত্রী, লেখিকাসহ নানা পেশার নারী।
অনুষ্ঠান সম্পর্কে বিবিসি বিস্তারিত কিছু এখনো জানায়নি। শুধু অংশগ্রহণকারীদের পরিচয় জানিয়েছে।
অনুষ্ঠানের পুরো দিনের আলোচনা জানা যাবে বিবিসির রেডিও, টেলিভিশন এবং অনলাইন পরিবেশনায়।
(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/এএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)