পাবনা সংবাদদাতা : পাবনার ফরিদপুরে জমি দখল নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে জাকিরুল ইসলাম জাকু (৩৫) নামের একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের কেনাই মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, কেনাই গ্রামে ৭ শতক জমি নিয়ে স্থানীয় জাকিরুল ও রমজান গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে জাকিরুল ইসলাম নিহত হয়। সংঘর্ষে আহত হয়েছে আরও ১০ জন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জাকিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, ‘আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসআর/এইচএস/এস/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)