দ্য রিপোর্ট ডেস্ক : পাঁচ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৫ ডিসেম্বর তার শেষকৃত্য হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনের দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার ম্যান্ডেলার মৃত্যুর পর শুক্রবার থেকেই তাকে শেষ শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। বর্ণবাদবিরোধী এই নেতার জন্য সারাবিশ্বের অগণিত মানুষ শোক প্রকাশ করছেন।

কিংবদন্তি এই নেতার শেষকৃত্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটনসহ উপস্থিত থাকবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। মিডিয়া ব্যক্তিত্ব অপেরাহ উইনফ্রের মতো নামিদামি মিডিয়া ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন।

তাকে গ্রামের বাড়িতে সমাহিত করা হবে। এর আগে জোহানেসবার্গ স্টেডিয়ামে ১০ ডিসেম্বর একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। তার মরদেহ সোমবার থেকে সমাহিত করার আগ পর্যন্ত প্রিটোরিয়া সামরিক হাসপাতালে রাখা থাকবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এস/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)