চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন চট্টগ্রামে নগরীর একে খান, জিওসি, আন্দরকিল্লা, মুরাদপুর, বাদুরতলা, অক্সিজেন, আতুরারডিপু, ইপিজেড কাট্টলি, বাকলিয়া এলাকায় সকালে ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। কয়েকটি সিএনজিও ভাঙচুর করে অবরোধ সমর্থকরা।

একে খান এলাকার মুদি দোকানদার মুকুল আহাম্মেদ জানান, সকালে দোকান খুলে ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনে আবার বন্ধ করে দিয়েছি।

নগর পুলিশের সহকারী কমিশনার আব্দুর রউফ জানান, পরিস্থিতি শান্ত, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার জানান, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। নগরজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় সীতাকুন্ড উপজেলায় বিজিবি মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এস/এমসি/ডিসেম্বর ০৭, ২০১৩)