সঙ্কট নিরসনের দাবিতে দুপুরে বিজিএমইএর মানববন্ধন
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজনৈতিক সঙ্কট নিরসনের দাবিতে আজ দুপুর ১২টায় কারওয়ানবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করবে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ ভবনের সামনে এ মানববন্ধনে দেশের বিদ্যমান অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হবে।
সম্প্রতি হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব নাজুক হওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় আছেন গার্মেন্টস মালিকরা। রাজনৈতিক অস্থিরতার কারণে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্রায় ১ লাখ ৩২ হাজর টন মালামাল এয়ারশিপমেন্ট করতে হয়েছে। এতে তাদের প্রায় ৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। প্রবৃদ্ধিও কমে গেছে ২ শতাংশ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অব্যাহত থাকলে প্রবৃদ্ধি শুধু কমে যাওয়া নয়, ব্যবসা হারানোর আশঙ্কা করছেন তারা। এ অব্স্থায় সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার চাপ সৃষ্টির জন্যই এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বিজিএমইএর এ কর্মসূচিতে তৈরি পোশাক শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধিসহ সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/এআই/এস/সাদি/এইচকে/ডিসেম্বর ৭, ২০১৩)