সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
সিরাজগঞ্জ সংবাদদাতা : অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলের নেতাকর্মীরা সদর উপজেলার খোকশাবাড়ী এলাকায় সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে যুবদলকর্মী আজাদ হোসেনকে আটক করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অপরদিকে একই সড়কে রহমতগঞ্জ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা চলে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/আরএইচ/এস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৩)