‘মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতায় নিহত ৩০০’
দ্য রিপোর্ট ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে দুই দিনের সহিংসতায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছে বলে রেডক্রস জানিয়েছে।
রেডক্রসের কর্মীরা বাঙ্গুই থেকে মৃতদেহ উদ্ধার সাময়িকভাবে বন্ধ রাখলেও তা আবার শুরু করবে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেডক্রস।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রেডক্রসের প্রেসিডেন্ট অ্যান্টোনি অ্যামবাও বোগো জানিয়েছেন, শুক্রবার রাতের মধ্যে তার কর্মীরা ২৮১টি মৃতদেহ উদ্ধার করেছে। তবে ফের উদ্ধার অভিযান শুরু হলে এই সংখ্যা আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।
সাম্প্রদায়িক সংঘাতের কারণে দেশটিতে এ ধরনের গণহত্যার ঘটনা আরো ঘটার আশঙ্কা রয়েছে।
দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে জাতিসংঘ মিশনের কয়েকশ’ ফরাসি সেনা রাজধানী বাঙ্গুইতে পৌঁছেছে।
ফ্রান্স দেশটিতে তাদের সেনা সংখ্যা শুক্রবার সন্ধ্যার মধ্যে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছিল।
শুক্রবার থেকেই ফরাসি সেনারা ওই অঞ্চলে টহল দিতে শুরু করেছে। যুদ্ধবিমানগুলোও বাঙ্গুইয়ের আকাশে টহল দিচ্ছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অবস্থানরত আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে ফরাসি সেনার যোগদানের বিষয়টি অনুমোদন পাওয়ার ফ্রান্স এ সিদ্ধান্ত নেয়।
এদিকে বৃহস্পতিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়িস বোজিজের অনুগত খ্রিস্টান বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলে অব্যাহত হামলা চালাতে থাকে। ফলে তাদের সঙ্গে নতুন সরকারের সমর্থক মুসলিম সশস্ত্র যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়।
সেখানকার বাসিন্দারা জানান, বন্দুকযুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তার জন্য তারা ফরাসি সেনাদের ঘাঁটি বিমানবন্দরে চলে যায়।
সংঘর্ষে নিহতদের লাশ রাস্তার ওপর পড়ে রয়েছে। সেখান থেকে লাশ উদ্ধার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটিতে চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট বোজিজেকে ক্ষমতাচ্যুত করে মিচেল জোতোদিয়া। তিনি নিজেকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রথম মুসলিম নেতা বলে ঘোষণা দেন।
মুসলিম সেলেকা বিদ্রোহীদের জোট খ্রিস্টান স্বৈরতন্ত্রের অভিযোগ এনে বোজিজেকে ক্ষমতাচ্যুত করে জোতোদিয়াকে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করে।
এদিকে খ্রিস্টান সম্প্রদায়ও ‘অ্যান্টি-বালাকা’ নামে প্রতিরক্ষামূলক দল গঠন করে। দলটির অধিকাংশই বোজিজের অনুগত।
অন্যদিকে সেলেকা দলের সদস্যরাও আনুষ্ঠানিকভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে। তাদের অনেকেই সেনাবাহিনীতে যোগ দিয়েছে। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)