সাতক্ষীরা সংবাদদাতা : ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন সাতক্ষীরার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছে ১৮ দলের সমর্থকরা। শনিবার সকালে ভোমরা স্থলবন্দরে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এ সময় পুলিশ রহমান আলী নামের এক জামায়াতকর্মীকে কলারোয়া বাজার থেকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রইচপুর এলাকায় রাস্তা কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ১৮ দলের নেতাকর্মীরা। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, বুধহাটাসহ বিভিন্ন উপজেলায় সড়কে গাছের গুঁড়ি ফেলে যোগাযোগ বিচ্ছন্ন করে রাখে অবরোধকারীরা।

সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ আছে। নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/সাদি/এএস/০৭, ২০১৩)