ইউরোপে ঝড়ে নিহত ৭
দ্য রিপোর্ট ডেস্ক : ইউরোপের উত্তরাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। ঝড়ের কারণে হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
এক্সজাভিয়ার নামে ওই ঝড়ের তাণ্ডবে পোল্যান্ডের একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের তাণ্ডবে ব্রিটেনে দুইজন, সুইডেনে একজন ও ডেনমার্কে একজনের মৃত্যু হয়েছে।
ঝড়ের কারণে বার্লিন ও কোপেনহেগেনসহ ছোট বিমানবন্দরগুলোর বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে রেল ও ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে।
সুইডেনে রেল পরিষেবা ভেঙে পড়েছে। দক্ষিণ সুইডেনে গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এছাড়া ভারি তুষারপাতের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে।
ঝড়ের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/এস/কেএন/ডিসেম্বর ০৭, ২০১৩)