শোকাহত শচিন
দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে সকলের মতো শচিন টেন্ডুলকারও শোকাহত। শুক্রবার এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ভারতের ক্রিকেট আইকন শচিন টেন্ডুলকার।
বার্তায় শচিন বলেছেন, ‘নেলসন ম্যান্ডেলা বিশাল ব্যক্তিত্বের মানুষ। তার সঙ্গে দেখা করার সময়টি আমার জন্য খুবই উদ্দীপনামূলক ছিল। এই সময়টুকু আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
টুইট বার্তায় শচিন আরো লিখেছেন, ‘আমার অন্তরে চিরকাল বেঁচে থাকবেন নেলসন ম্যান্ডেলা।’
শান্তিতে নোবেল জয়ী ম্যান্ডেলার মৃত্যুতে এখন শোকাহত সারাবিশ্বের মানুষ। এর আগে ফিফা, আইসিসিসহ বিভিন্ন ক্রিড়া সংস্থার প্রধানরা ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
তাছাড়াও অ্যাডিলেডে অ্যাশেজ ও ডুনেডিনে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ডের মধ্যে টেস্টে দিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে সম্মান জানানো হয়েছে এই মহান নেতাকে।
দীর্ঘ ২৭ বছর জেলে কাটিয়ে ১৯৯০ সালে মুক্তি পান বর্ণবাদবিরোধী এই নেতা। এরপর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার হাত ধরেই নতুন করে পথচলা শুরু করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াজগৎ।
(দ্য রিপোর্ট/এমআই/এস/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)