বাজারের গড় পিই বেড়েছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের অধিকাংশ সময় শেয়ার দর বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে গত সপ্তাহে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ শেষে ডিএসইর গড় পিই রেশিও ছিল ১৫.১৮ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৫.০৮ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর গড় পিই রেশিও বেড়েছে ০.৬৫ শতাংশ বা ০.১ পয়েন্ট।
সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১৯.১৪ পয়েন্টে, আর্থিক খাতের ২২.৯৬ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.৫৯, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৭.৩৭, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.৮০, পাট খাতের ঋণাত্মক ৭.৯০, বস্ত্র খাতের ১১.৯৬, ওষুধ ও রসায়ন খাতের ১৮.১৬, সেবা ও আবাসন খাতের ২৫.০৯, |
|||
সিমেন্ট খাতের ১৬.৪৬, তথ্যপ্রযুক্তি খাতের ২৪.৩৩, চামড়া খাতের ১৪.৭০, সিরামিক খাতের ২৬.৮৮, বিমা খাতের ২৭.০৪, বিবিধ খাতের ৩০.৬৪, পেপার ও প্রকাশনা খাতের ৭৪.০৯, টেলিযোগাযোগ খাতের ২০.৫৩ এবং ভ্রমণ ও অবকাশ খাতের ১৭.৮২ পয়েন্ট। উল্লেখ্য, খাতভিত্তিক পিই রেশিও হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওভার দ্য কাউন্টার মার্কেটের শেয়ার এবং যেসব শেয়ার লেনদেন হয়নি সেসব শেয়ার বাদে। (দ্য রিপোর্ট/এস/নূরু/এইচকে/ডিসেম্বর ৭, ২০১৩) |
|||