যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে তিনজনের মৃত্যু, ১৯০০ ফ্লাইট স্থগিত
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে আঘাত হানা বছরের সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যভাগে এ তুষার ঝড় আঘাত হানে। ঝড়ের কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
নিহতদের মধ্যে গ্রানবি, মিসৌরির মেয়রও রয়েছেন। আরকানসাসে ক্যাম্পের ওপর গাছ ভেঙে পড়লে এক ব্যক্তি নিহত হন। টেক্সাসেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
টেক্সাস-মেক্সিকো সীমান্তের কাছে ডালাসের পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইটে জানা গেছে। সেখানে বরফ-তুষারপাত ও শূণ্য তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরকানসাস ও পশ্চিম কেন্টাকিতেও তুষার ঝড় আঘাত হেনেছে।
এসব অঙ্গরাজ্যের বাসিন্দারা বরফ শীতল বাতাসের সঙ্গে যুদ্ধ করছে। ঝড়ের কারণে ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকাতেই দুই লাখ ৬৭ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এছাড়া শুক্রবার প্রায় এক হাজার নয়শ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। দেশটির বাণিজ্যিক লেনদেনেও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের কারণে টেক্সাস ও উইসকোনসিনে বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই পরিস্তিতি অব্যাহত থাকতে পারে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর আশঙ্কা করছে। কোনো কোনো এলাকায় স্বাভাবিকের চেয়েও ৩০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।
(দ্য রিপোর্ট/কেএন/সাদিক/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)