দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধ এবং আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শনিবার এ তথ্য জানিয়েছেন।

ম্যারি হার্ফ বলেন, ‘আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে এখন প্রধান রাজনৈতিক দলগুলোর একটি গঠনমূলক সংলাপে আসা সবচেয়ে জরুরি বলে আমরা মনে করি।’

কোনো ধরনের সহিংসতাও ‘গ্রহণযোগ্য নয়’ এবং এসব সহিংসতা ‘অবশ্যই তাৎক্ষণিকভাবে বন্ধ হওয়া উচিত’ বলে জানিয়েছেন তিনি।

এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর থেকে ১৮ দলীয় জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছে। সূত্র: এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/রা/জেএম/ডিসেম্বর ০৭, ২০১৩)