ছত্তিশগড়ে সন্দেহভাজন মাওবাদীদের হামলায় গণমাধ্যমকর্মী নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের ছত্তিশগড় প্রদেশের সংঘাতপূর্ণ বিজাপুর জেলায় এক গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে সশস্ত্র মাওবাদী সদস্যরা।
বিজাপুর জেলায় পুলিশের নিয়ন্ত্রক প্রশান্ত আগরাওয়াল জানান, শুক্রবার বাসাগুদা গ্রামের সাপ্তাহিক বাজারে একদল সন্দেহভাজন অস্ত্রধারী মাওবাদী সদস্য ধারালো অন্ত্র দিয়ে গণমাধ্যমকর্মী সাই রেড্ডিকে উপর্যুপরি আঘাত করে।
গুরুতর আহত রেড্ডি দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে আঘাত করতে থাকে বলে জানান প্রশান্ত। পরে রেড্ডিকে ফেলে তারা পালিয়ে যায়।
বাজারের মধ্যে কয়েকশ জনতার সামনেই এই ঘটনা ঘটে। গুরুতর আহত রেড্ডিকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে, এ হত্যাকাণ্ড চলতিবছরের ফেব্রুয়ারিতে মাওবাদীদের হাতে নিহত সাংবাদিক নেমিচাঁদ জৈনের হত্যাকাণ্ডের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। সূত্র: এনডিটিভি।
(দ্য রিপোর্ট/সাদি/কেএন/ডিসেম্বর ০৭, ২০১৩)