দ্য রিপোর্ট প্রতিবেদক : শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আসর জমাবে ব্যান্ডদল ‘জলের গান’। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হবে এই ঘরোয়া অনুষ্ঠানটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ এখানে ওখানে অনেক মঞ্চে গাওয়া। এরপর ২০০৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত ‘বিশ্ব সূফি উৎসব’ মাতায় ‘জলের গান’। এরপর আর থামা নেই।

লন্ডনের ‘লন্ডন মেলা’সহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে নিজেদের গান নিয়ে হাজির হয়েছে ব্যান্ডটি। দেশের মধ্যে গাওয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটেসহ আরও কত মঞ্চে। শিল্পকলা একাডেমি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছায়ানট, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, গেটে ইনস্টিটিউটে আয়োজিত কনসার্টে অনন্য পারফরমেন্সে ইতোমধ্যে নিজেদের আলাদা ভক্তগোষ্ঠী তৈরি হয়ে গেছে জলের গানের। ব্যান্ডটি কাজ করেছে ফরাসি সঙ্গীতশিল্পী আবাজি এবং স্কটিশ সঙ্গীতশিল্পী কলিন ব্লাকের সঙ্গেও।

প্রিয় ব্যান্ডের গান সম্পর্কে ভক্তদের মত হচ্ছে, ‘জলের গান’ তুলে আনে মানুষের গল্প। আর তা ছড়িয়ে দেয় সবার মাঝে। ভালোবাসা, আবেগ, অনুভূতি, প্রকৃতি ও মানবাত্মার রোজনামচায় সুর ঝংকার তোলে। ‘জলের গান’ এর পরিবেশনায় মানুষের মনের রং গানের রংয়ের সঙ্গে একাকার হয়।

নিজেদের হাতে বানানো বাদ্যযন্ত্র নিয়ে বিরাট লাইন আপের জলের গানে আছেন - রাহুল আনন্দ, মোহাম্মদ আতিকুল ইসলাম কনক, মো. সাইফুল ইসলাম, জার্নাল, রানা সারওয়ার, সঞ্জয় সাহা, শরিফুল ইসলাম, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, শ্যামল কর্মকার ও ফজলুল কাদের চৌধুরী।

তাদের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয়েছে ২০১৩ সালের পহেলা বৈশাখে। আর দ্বিতীয় অ্যালবাম ‘দ্য কেইজ’ প্রকাশিত হওয়ার অপেক্ষায়।

(দ্য রিপোর্ট/আইএফ/লতি/এইচএস/ডিসেম্বর ৭, ২০১৩)