থ্রিলের জন্য খুন!
দ্য রিপোর্ট ডেস্ক : থ্রিলের জন্য অনেক কিছু করার নজির আছে। তবে শুধু থ্রিলের জন্য নবদম্পতির মানুষ খুন করার নজির বোধহয় নেই। পেনসিলভানিয়ার এক নবদম্পতি অবশ্য শুধু থ্রিলের উদ্দেশে-ই এক ব্যক্তিকে খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ। খবর এপির।
পুলিশ জানায়, ট্রয় লাফেরারা (৪১) নামে এক ব্যক্তিতে হত্যার অভিযোগে এলিট্টে বারবর্ন (২২) ও তার স্ত্রী মিরান্ডাকে (১৮) অভিযুক্ত করে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, ওই দম্পতি হত্যার পরিকল্পনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
অনলাইনে সঙ্গ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে ট্রয় লাফেরারাকে প্রলুব্ধ করে ওই দম্পতি। পরে গত ১১ নভেম্বর বিয়ের মাত্র তিন সপ্তাহের মাথায় ট্রয়কে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করে তারা।
(দ্য রিপোর্ট/কেএন/লতি/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)