দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধের অর্জনগুলো আজ হুমকির মুখে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শনিবার বিকেলে মহান বিজয় দিবস ২০১৩ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

আমীর উল ইসলাম বলেন, বিজয়ের এই মাসে মানুষকে যেভাবে পুড়িয়ে মারা হচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল। হরতাল-অবরোধের নামে যুদ্ধাপরাধ বিচার বন্ধের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা অপরাধকে ঘৃণা করি। ৭১-এ যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের নতুন সংস্করণ আজ নৈরাজ্য করছে।

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সমালোচনা করে তিনি বলেন, আপনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। কিন্তু এর কোন রূপরেখা দেননি। তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে তার কোন ফর্মুলাই আপনার কাছে নেই। যে ফর্মুলা দিয়েছিলেন তাও ব্যর্থ ছিল।

কেন নির্বাচনে আসছেন না? বিরোধী দলকে প্রশ্ন করে আমীর উল ইসলাম বলেন, বিরোধী দলের এই আন্দোলনের কোন ভিত্তি নেই। বর্তমান সরকারের আমলে যে কয়টি নির্বাচন হয়েছে তার সবকয়টি সুষ্ঠু হয়েছে। আপনারাই বেশিরভাগ নির্বাচনে জয়লাভ করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যারা ’৭১- এ মহিলা ও শিশুদের ওপর অমানবিক হামলা চালিয়েছে আজ তাদের দোসররা আবারো মহিলা ও শিশুদের গায়ে আগুন দিচ্ছে। তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

তিনি বলেন, এই নভেম্বর ও ডিসেম্বর মাসে যখন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল তখন বিরোধী দল হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা কোন কারণে এমন কর্মসূচি দিচ্ছে। তরুণ সমাজকে ক্ষতির সম্মুখীন করে তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আব্দুস সামাদ পিন্টু, খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ড. ফেরদৌসি বেগম, আলহাজ মো. শাহজাহান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এসবি/ ডিসেম্বর ০৭, ২০১৩)