রংপুর সংবাদদাতা : অবরোধের পাশাপাশি সোমবার রংপুর বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে এই ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর পায়রা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে হরতালের এই ঘোষণা দেন তিনি।

মাহফুজ উন নবী ডন বলেন, ছাত্রদলের সভাপতি, সেক্রেটারিকে গ্রেফতার করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার পতন ঠেকাতে পারবে না। তিনি সোমবার রংপুর বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য বিভাগবাসীর প্রতি আহ্বান জানান। হরতালে বাধা দিলে পরিণাম ভালো হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, নগরীর গ্র্যান্ড হোটেল মোড় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশ করে।

(দ্য রিপোর্ট/এএস/সাদি/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)