রংপুর সংবাদদাতা : রংপুরের ৬টি আসনের মধ্যে ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের তিন প্রার্থী।

নির্বাচন থেকে হুসেইন মুহম্মদ এরশাদের সরে দাঁড়ানোর ঘোষণা এবং প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়ায় তাদের বিজয়ের পথ সুগম হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর-৩ আসনে জাতীয় পার্টি প্রার্থী দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ, রংপুর-২ আসনে আসাদুজ্জামান চৌধুরী সাবলু, রংপুর-১ আসনে প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, রংপুর-৪ আসনে প্রেসিডিয়াম সদস্য করিম উদ্দিন ভরসা এবং রংপুর-৬ আসনে উপজেলা সভাপতি নুর আলম যাদু মিয়া প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফরীদ আহাম্মদ জানান, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আগে নির্বাচন কমিশনে জানানো হবে। এরপর সেটি প্রকাশ করা হবে।

এদিকে, রংপুরের ছয়টি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হলে রংপুর ছয় আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চার আসনে বর্তমান এমপি টিপু মুনসি, দুই আসনে আহসানল হক চৌধুরী ডিউক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

(দ্য রিপোর্ট/আরএস/সাদি/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)