রংপুর সংবাদদাতা : ১৮ দলের ডাকা তৃতীয়বারের মতো ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন শনিবার বিভাগীয় নগরী রংপুর এবং এর আশপাশে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই ১৮ দলের নেতাকর্মীরা নগরীর প্রবেশপথ মডার্ন মোড়ে অবস্থান নিয়ে থাকে। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের নেতৃত্বে কয়েক দফা বিক্ষোভ মিছিল করে ১৮ দলীয় জোট।

এদিকে নগরীর ১৫টি স্পটে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতা এড়াতে র‌্যাব-পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, নগরীতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/সাদি/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)