দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে এমপি ওয়ারসাম ফায়সাল নিহত হয়েছেন বলে দেশটির এক উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট প্যালেস প্রাঙ্গণে শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আবদি কাদির হুসাইন নামে ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট প্যালেসের মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় তার গাড়িটি বিস্ফোরিত হয়। গাড়িতে আগে থেকেই বোমা রাথা ছিল বলে জানিয়েছেন তিনি।

অন্য পুলিশ কর্মকর্তারাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/কেএন/সাদি/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)