ভাষা শেখাবে বিড়ালের ছবি!
দ্য রিপোর্ট ডেস্ক : অনলাইনে বিড়ালের মজার মজার ছবি দেখা এতদিন বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে বিড়ালও বাড়িয়ে দিতে পারে মানুষের স্মরণশক্তি। এবার নতুন ভাষা শেখাবে বিড়ালের ছবি।
কয়েক বছর ধরেই অনলাইনে বিড়ালের মজার মজার ছবি ও ভিডিও রাজত্ব করছে। অনলাইনের বদৌলতে সুপারস্টার হয়ে উঠেছে গ্রুম্পি ও নিয়ানের মতো বিড়াল। মোগি নামের এক বিড়ালের তো ফেসবুকে ২৫ লাখেরও বেশি অনুসারীই আছে।
অনলাইনে বিড়ালের জনপ্রিয়তা দেখে একটি অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান এই ট্রেন্ডকে কাজে লাগিয়ে নতুন ভাষা শেখানোর ক্ষেত্রে আকর্ষণীয় বিড়ালের ছবি ব্যবহারের কথা ভাবছে।
মেমরাইজ নামের একটি প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের মনে রাখার ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রভাব ফেলে তা বিশ্লেষণ করে দেখেছেন। প্রতিষ্ঠানটি মজার ছবির সঙ্গে মানুষের স্মরণশক্তির যোগসূত্র খুঁজে পেয়েছেন। প্রতিষ্ঠানটির একদল গবেষক মজার ছবির সঙ্গে মনে রাখার সংশ্লিষ্টতা খুঁজে বের করার জন্য মানুষের স্মৃতিশক্তি পরীক্ষা করে দেখেছেন।
মেমোরাইজের প্রধান অপারেটিং কর্মকর্তা বেন ওয়াটলি বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম মানুষকে দ্রুত শেখানোর ক্ষেত্রে কী ধরনের ছবি বেশি কার্যকর।’
মেমোরাইজ এরই মধ্যে গবেষণার মাধ্যমে ক্যাট একাডেমি নামে এক ধরনের অ্যাপস তৈরি করেছেন। অ্যাপসটিতে বিড়ালের বিভিন্ন মজার মজার ছবি ব্যবহার করা হয়েছে।
মেমোরাইজ জাপানের একটি গবেষণার সাহায্য নিয়ে এ গবেষণা করেছে। জাপানের ওই গবেষণায় মানুষের শিক্ষণ পদ্ধতির সঙ্গে আকর্ষণীয় ছবির বিষয়ে আলোকপাত করা হয়েছে। কেন এই পদ্ধতি কার্যকর তাও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মেমোরাইজের সহ-প্রতিষ্ঠাতা এড কুকি বলেন, ‘এক সঙ্গে অনেক তথ্য শেখা খুবই বিরক্তিকর ব্যাপার। তাই শেখার ক্ষেত্রে পদ্ধতি প্রয়োগ করতে হবে। আমরা মজার মজার কল্পনার মাধ্যমে মনে রাখতে পারি।’
মেমোরাইজ তিন বছর ধরে অ্যাপসের মাধ্যমে শেখানোর পদ্ধতি প্রয়োগ করে যাচ্ছে। তারা ১০ কোটিরও বেশি সদস্যকে নতুন ধরনের শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শেখাতে সক্ষম হয়েছে। ছবির মাধ্যমে শেখার পদ্ধতি তারা এরই মধ্যে প্রয়োগও করেছে। তবে এই প্রথম বিড়ালের ছবির মাধ্যমে মনে রাখার পদ্ধতি প্রয়োগ করেছে মেমোরাইজ।
এড কুকি জানান, ‘আমাদের সাইটের সবচেয়ে জনপ্রিয় হলো বিড়ালের ছবি। বিড়ালের আকষর্ণীয় ছবির দিকে মানুষ সত্যিই মনোযোগ দেয়।’
তাই বিড়ালের ছবির সাহায্যে মনে রাখার বিষয়টি নিয়ে আশাবাদী এডি কুক। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/নূরু/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)