বৈধভাবেই মোবাইলে আড়িপাতার দাবি এনএসএ-র
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল আদেশ অনুযায়ী বৈধভাবেই বিশ্বব্যাপী মোবাইলে আড়ি পেতেছিল বলে দাবি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। খবর ডননিউজের।
সংস্থাটি শুক্রবার জানায়, এ কার্যক্রম শুধু ইউএস গোয়েন্দা আদালতই পর্যবেক্ষণ করত না। দেশটির কয়েকজন আইনপ্রণেতা, ওবামা প্রশাসন এবং প্রধান পরিদর্শকও এটা পর্যবেক্ষণ করতেন।
সাবেক এনএসএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন দেখিয়েছেন এনএসএ প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় পাঁচ বিলিয়ন মোবাইল কল রেকর্ড করে থাকে।
তবে ওয়াশিংটন পোস্ট পত্রিকা এ রেকর্ডের পরিমাণ অগণিত বলে উল্লেখ করেছে।
এনএসএ জানায়, তারা বিদেশি সব ফোন কল রেকর্ড করেনি। ইউএস তথ্য সংগ্রহের সীমারেখা মেনেই তারা রেকর্ড করত।
তবে আমেরিকান ও বিদেশিদের কল রেকর্ডের পরিমাণ জানাতে অস্বীকার করেছে এনএসএ।
এনএসএর এক মুখপাত্র ভ্যানি ভিনেস এক বিবৃতিতে বলেন, ‘এটা সর্বব্যাপী নয়। এনএসএ সব মোবাইল ফোনের অবস্থান অনুসরণ করেনি।’
ভিনেস বলেন, ‘বিশ্বব্যাপী মোবাইল ফোনের অবস্থানের তথ্য হোয়াইট হাউজের নির্দেশেই সংগ্রহ করা হতো। এটা নির্বাহী আদেশ ১২৩৩৩ নামে পরিচিত।
(দ্য রিপোর্ট/এসকে/নূরু/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)