দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষ হয়েছে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর। শনিবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। দুই ঘন্টা বৈঠক চলে। ৯ ডিসেম্বর তাদের ফের বৈঠক হবে বলে জানা গেছে।

জানা গেছে, বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত আছেন, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

তারানকোর সঙ্গে উপস্থিত আছেন, জাতিসংঘের সাত সদস্যের প্রতিনিধি দল।

এর আগে শনিবার দুপুর দুইটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন তারানকোর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/ ডিসেম্বর ০৭, ২০১৩)