দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্র রাজ্যে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বাসের চালকও নিহত হয়েছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, সকাল আটটায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট ট্যুরিস্ট বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের রাজধানীর ৪৪০ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে।

ওই বাসটি ১৪ থেকে ১৬ বছর বয়সী শিশুদের বহন করছিল। সাঙ্গাওয়াদে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা বনভোজনের জন্য বাসটিতে করে ওসমানাবাদ জেলায় যাচ্ছিল।

আহতদের নিকটবর্তী আশ্বিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আদসি/নূরু/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)