পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : জেলার পার্বতীপুরে ফরিদা বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করেছে।

পার্বতীপুর মডেল থানায় শুক্রবার রাত পৌনে ১২টায় একটি ইউডি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এস আই জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, জেলার পীরগাছা এলাকার বাসিন্দা ফজলে রহমানের কন্যা ফরিদা বেগমের সঙ্গে ৫ বছর আগে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের মছির উদ্দীনের পুত্র সামসুল আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সামসুল আলম যৌতুকের দাবিতে ফরিদাকে নির্যাতন করে আসছিল। তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান আছে।

শুক্রবার দুপুরে ফরিদা বেগমকে মারধর করলে একপর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় সামসুল আলম নিহত স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্রচারণা চালায়।

(দ্য রিপোর্ট/এসএস/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)