ইউএস সৈন্যকে মুক্তি দিলো উ. কোরিয়া
দ্য রিপোর্ট ডেস্ক : কোরিয়ান যুদ্ধে ‘শত্রুতাপূর্ণ আচরণে’র অপরাধে অভিযুক্ত এক ইউএস সৈন্যকে মুক্তি দিলো উত্তর কোরিয়া। খবর বিবিসির।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ১৯৫০-৫৩ সালে কোরিয়া যুদ্ধে মেরিল নিউম্যান মানবাধিকারবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত অক্টোবরে পর্যটক হিসেবে উত্তর কোরিয়ায় আসা নিউম্যানের (৮৫) বিরুদ্ধে কোরিয়া যুদ্ধে দেশটির বিরুদ্ধে ‘শত্রুতামূলক আচরণে’র অভিযোগে চার্জ গঠন করা হয়।
উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) মেরিল নিউম্যানকে দেশে ফেরার অনুমতি দেওয়ায় আমরা আনন্দিত। তাকে মুক্তি দেওয়ার এ সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাচ্ছি।’
চীনের রাজধানীতে পৌঁছানোর পর জাপানি সাংবাদিকদের নিউম্যান বলেন, ‘বাড়ির পথে রওয়ানা হতে পেরে আমি কৃতজ্ঞ। উত্তর কোরিয়ার সরকার সহনশীলতা দেখিয়ে আমাকে মুক্তি দেওয়ায় আমি তাদের ধন্যবাদ জানাই। স্ত্রীকে দেখতে আমি বাড়িতে যেতে চাই।’
গত সপ্তাহে কেসিএনএ জানিয়েছিল, কোরিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য ও সাধারণ নাগরিকদের হত্যার নির্দেশ দিয়েছিলেন নিউম্যান।
নিউম্যান কোরিয়া যুদ্ধে অংশ নিলেও তিনি ভুল পরিচয়ের শিকার বলে জানিয়েছে তার পরিবার।
এর আগে ৯ নভেম্বর উত্তর কোরিয়ার সরকারের কাছে ক্ষমা চেয়ে চার পৃষ্ঠার একটি পত্র লেখেন নিউম্যান। কেসিএনএ সে পত্রটি ছাপে।
১০ দিনের ভ্রমণ শেষে উত্তর কোরিয়া থেকে ফেরার পথে গত ২৬ অক্টোবর গ্রেফতার হন নিউম্যান।
(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)