স্পেশাল অলিম্পিকে পদকের রেকর্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক : অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে এশিয়া প্যাসিফিক স্পেশাল অলিম্পিকসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধি ক্রীড়াবিদরা। প্রতিযোগিতার ৯টি ডিসিপ্লিনের মধ্যে ৭টিতে অংশ নিয়ে ৪৩টি স্বর্ণ, ২৫টি রুপা ও ১০টি ব্রোঞ্জপদকসহ ৭৮টি পদক জিতেছেন তারা। দেশের ইতিহাসে যে কোনো আন্তর্জাতিক গেমসে এটি সর্বোচ্চ অর্জন।
আসরের একক খেলা হিসেবে বৌচিতে সর্বোচ্চ ১৫টি স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। এছাড়া ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিকস, লংজাম্প, টেবিল টেনিস, ক্রিকেট ও ফুটবলে একাধিক স্বর্ণ জিতেছেন তারা।
ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের মুন্নি আক্তার, হুমায়ুন, সাগর, চৈতি, সিদ্দিক, পারুল, নীপা বোস এবং নাঈম একাধিক স্বর্ণপদক জিতেছেন।ক্রিকেটের দুটি ইভেন্টেই অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণ তুলে নিয়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা। ফুটবলে ফিলিপাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও পুরো টুর্নামেন্টে গোলের ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন আয়োজকরা।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৭, ২০১৩)