দ্য রিপোর্ট প্রতিবেদক : সংলাপের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের জোর তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের রাজনৈতিক বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে তাকে জানিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তারানকোর সঙ্গে বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (সাবেক) গওহর রিজভী যৌথ সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আমরা বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেছি। বিরোধী দলকেও সংলাপের আহ্বান জানিয়েছিলাম কিন্তু উনারা সংলাপে আসেননি।

নির্বাচনের তারিখ পেছানোর প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তাকে জানান, ‘নির্বাচন পেছানোর বিষয়টি নির্বাচন কমিশনের।’

শেখ হাসিনা তাকে আরো জানান, তার সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করছে। তাই আগামী নির্বাচনও সুষ্ঠু হবে।

প্রধানমন্ত্রী তারানকোকে বলেন, ‘আমরা গণতন্ত্র টিকিয়ে রাখতে যে প্রক্রিয়া দরকার তা শুরু করে দিয়ে যেতে চাই।’

তারানকো এ সময় সবদলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে প্রধানমন্ত্রীকে জানান।

সংবাদ সম্মলেনে প্রধানমন্ত্রীর সাবেক উপদষ্টো গওহর রিজভী জানান, প্রধানমন্ত্রী ও তারানকোর মধ্যে বৈঠকে ‘তত্ত্বাবধায়ক সরকার’ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/ এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)