ঝিনাইদহ সংবাদদাতা : জেলায় ১৮ দল ঘোষিত ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

জেলা বিএনপি সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে শনিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ১৮ দলের সমর্থকরা। এসময় তারা প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে।

সকাল ১০টার দিকে শহরের চাকলা পাড়া ও হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। পুলিশ এ সময় ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

অন্যদিকে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে ১১টার দিকে কেন্দ্রীয় নেতা মসিউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এছাড়া জেলার কোটচাঁদপুর উপজেলার কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কে অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে অবরোধ করে। দুপুরে পুলিশ অভিযান চালিয়ে যোগাযোগ স্বাভাবিক করে।

জেলার মহেশপুর, শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলায় শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করেছে ১৮ দলের নেতাকর্মীরা। অবরোধে জেলার সকল রুটে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এমএআর/ডিসেম্বর ০৭, ২০১৩)