দ্য রিপোর্ট ডেস্ক : মুরসি সমর্থক সাত কিশোরীকে মুক্তির আদেশ দিয়েছে মিসরের আপিল বিভাগ। এছাড়া ১১ বছর করে জেল দেওয়া ১৪ নারীর সাজার মেয়াদ কমানো হয়েছে। খবর বিবিসির।

আপিল বিভাগের এ রায়ের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। এক মানবাধিকার কর্মী এ রায়কে ‘পাগলামি’ বলে উল্লেখ করেছে।

কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে শনিবার আদালতে আনা হয় ওই নারীদের। এ সময় তাদের হাতের তালুতে ‘মুক্তি’ লেখা দেখা যায়।

এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুক্তির দাবিতে আন্দোলন করায় ওই নারীদের গ্রেফতার করা হয়। তবে তারা কোনো সহিংসতায় অংশ নেয়নি।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৭, ২০১৩)