‘বোকামনের একটি গান বাকি’
দ্য রিপোর্ট প্রতিবেদক : সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর নতুন অ্যালবাম ও আরও কিছু বিষয় নিয়ে দ্য রিপোর্টের সঙ্গে শনিবার কথা বলেন।
দ্য রিপোর্ট : কেমন আছেন?
আঁখি : অবরোধে ঘরে বসে আছি। গাড়ি বের করতে ভয় লাগছে।
দ্য রিপোর্ট : তাহলে কি কোন কাজ করা হচ্ছে না?
আঁখি : রাতে চ্যানেলগুলোতে সরাসরি গানের অনুষ্ঠান করছি। কোন স্টেজ শো করতে পারছি না।
দ্য রিপোর্ট : দেশের বাইরে তো স্টেজ শো করছেন?
আঁখি : তা করছি। কয়েকদিন আগে শো করে এলাম। ১০ ডিসেম্বর আবারো পাড়ি জমাবো বাহরাইনে। সেখানে প্রবাসী বাঙালীদের আয়োজনে কনসার্টে গান গাইবো।
দ্য রিপোর্ট : অ্যালবামের কি খবর?
আঁখি : ‘বোকা মন’ অ্যালবামের ১১ টি গানের মধ্যে একটি গানের রেকর্ডিং বাকি আছে। গানগুলোর সুর করেছেন জেকে, শওকত আলী ইমন, কিশোর ও বিশ্বজিৎ ঘোষ। এরমধ্যেই জেকে’র সুরে ‘বোকা মন’ গানটি ইউটিউবে প্রচার হচ্ছে। সব কাজ শেষ হলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অ্যালবামটি প্রকাশ করবো।
দ্য রিপোর্ট : বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন?
আঁখি : ভয় আর আশংকার মধ্যে থাকছে হচ্ছে। সাধারণ মানুষ কষ্টে আছে। সুষ্ঠু সমাধান চাই। সমঝোতার পথ বেছে নিলে ভালো হয়।
(দ্য রিপোর্ট/আইএফ/এইচএস/ডিসেম্বর ৭, ২০১৩)