দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের কর্তৃপক্ষ দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে কারাগারে দেখা করার ওপর বিধি-নিষেধ আরোপ করেছে। কারাবন্দী সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। খবর বিবিসির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল গামেল মুখতার জানিয়েছেন, গত নভেম্বরে একদল আইনজীবীর মাধ্যমে তিনি ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ‘উসকানিমূলক’ বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুরসির ছেলে ওসামা মুরসি মঙ্গলবার জানিয়েছেন, সম্প্রতি তার বাবার সঙ্গে দেখা করার জন্য তিনি আবেদন করেন। কিন্তু সরকার সে আবেদন গ্রহণ করেনি।

এদিকে মিসরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ রাতিব শুক্রবার বলেন, ওসামা মুরসি ও মুরসির আইনজীবীকে গত সপ্তাহে কারাগারে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে এ নিষেধাজ্ঞা কত দিন পর্যন্ত বহাল থাকবে, সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, মুরসি বর্তমানে আলেকজান্দ্রিয়ার বুর্জ আল-আরব জেলখানায় আটক রয়েছেন।

২০১২ সালের ডিসেম্বরে কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সংঘাতে উসকানি দেওয়ার অভিযোগে মুরসির বিচার চলছে।

(দ্য রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ০৭, ২০১৩)