দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার ঘন জঙ্গলাকীর্ণ এক দ্বীপে ঢুকে পরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের খুঁজছে দেশটির সরকার। খবর মিয়ানমার টাইমসের।

নৌকা দিয়ে সমুদ্র পথে এসে গত সেমাবার ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী একটি দ্বীপে ২৮ জন রোহিঙ্গা অবৈধভাবে ঢুকে পড়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সরকার।

অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী স্কট মরিসন এক লিখিত বিবৃতিতে জানান, অবৈধ অনুপ্রবেশের সময় সমুদ্রে কোনো লোক হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত দুজন ক্রুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া এ জঙ্গলেই নয়জন নিখোঁজ রয়েছে। বাকিরা অন্য স্থানে লুকিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

মিয়ানমারে দাঙ্গার শিকার মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব ও আশ্রয় দিচ্ছে না সে দেশের সরকার। এ কারণে রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছে।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৭, ২০১৩)