দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনে বিক্ষোভকারীদের একজন নেতা বলেছেন, সংকট সমাধানে সরকারের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি আছেন। তবে বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালানো পুলিশ সদস্যদের শাস্তি দিলেই তারা আলোচনায় বসবেন। খবর আলজাজিরার।

ন্যাশনালিস্ট স্ভোবুডা পার্টির প্রধান ওলেহ তিয়ানহিবোক শুক্রবার বলেন, চলমান রাজনৈতিক সংকট থেকে বের হতে আমরা আলোচনায় বসতে রাজি আছি।

প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ জাতীয় সমস্যার দিকে আরও নজর দিতে হবে উল্লেখ করে তার মাল্টা সফর বাতিল করার পর বিরোধীরা এই পদক্ষেপ নিল।

এদিকে বিক্ষোভকারীরা কিয়েভে রবিবার সমাবেশ থেকে আরেকটি বিক্ষোভের ডাক দেওয়ার আহবান জানিয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীরা এখনও সরকারি ভবনগুলোতে অবস্থান করছেন।

আন্দোলনকারী একজন শিক্ষার্থী বলেন, আমরা তাদের ভবনগুলো ফেরত নিতে দেব না। আমরা শেষপর্যন্ত তাদের বাধা দেব। কারণ আমরা তো কারও কাজে বাধা দিচ্ছি না। সব কর্মচারিই স্বাভাবিকভাবে তাদের কাজ করে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি না করার প্রতিবাদে ইউক্রেনে বিক্ষোভ শুরু হয়। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে পুলিশি হামলায় বহু বিক্ষোভকারী আহত হয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৭, ২০১৩)