থাইল্যান্ডে আবারও বিক্ষোভের হুমকি
দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে বিক্ষোভকারীদের নেতা রাজধানী ব্যাংককে আবারও সরকার বিরোধী বিক্ষোভ শুরু করার ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার।
বিক্ষোভকারীদের নেতা সাবেক উপ-প্রধানমন্ত্রী সুথেপ থকসুবান বলেন, ‘আমরা তখনই জয়ী হব, যখন আমরা সবাই রাস্তায় নেমে আসব। কারণ, তখন তারা (সরকার) আমাদের ওপর হামলা চালাতে পারবে না। তাই সরকারকে উৎখাত করতে দলে দলে সবাই রাস্তায় নেমে আসুন।’
তিনি বলেছেন, ইংলাক প্রশাসনের বিরুদ্ধে সোমবারই আমরা শেষবারের মতো বিক্ষোভ করব। এর আগেও তিনি এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রসঙ্গত, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুথেপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
তিনি তার সমর্থকদেরকে ব্যাংককে সরকারি বাসভবন ও প্রধানমন্ত্রীর অফিসের দিকে হেঁটে যেতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি ওই ভবনগুলোর নিয়ন্ত্রণ না নিতেও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
এদিকে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ব্যাংককে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর বাইরে নতুন করে ব্যারিকেড তৈরি করা হবে।
দেশটিতে দুই সপ্তাহের বিক্ষোভে এ পর্যন্ত পাঁচজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে।
(দ্য রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ০৭, ২০১৩)