দ্য রিপোর্ট ডেস্ক : এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তিতে সম্মতি জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৫৯টি সদস্য দেশের মন্ত্রীরা।

ইন্দোনেশিয়ার বালিতে শনিবার অনুষ্ঠিত সম্মেলনে এ চুক্তিটির বিষয়ে সম্মতি জানান তারা। খবর বিবিসির।

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সদস্য দেশগুলো সীমানা পেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে সহজে পণ্য আদান-প্রদানের সুবিধার লক্ষ্যে এ চুক্তিটির প্রস্তাব আনে সংস্থাটি।

এছাড়া এ চুক্তি অনুসারে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর বিক্রি করা পণ্য বিনা শুল্কে প্রবেশের সুবিধা প্রদান করা হবে।

এ চুক্তির ফলে বিশ্বে বাণিজ্যে আরও প্রায় এক ট্রিলিয়ন ডলার যুক্ত হবে যেখানে উন্নয়নশীল দেশগুলো কৃষিতে তাদের ভর্তুকি বাড়ানোর সুযোগ পাবে।

চুক্তিটির বিষয়ে সম্মেলনে সংস্থাটির প্রধান রবার্তো অ্যাজেভেদো বলেন, ‘১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ প্রথমবার ডব্লিউটিও একটি সত্যিকারের সমঝোতায় পৌঁছতে পারল।’

(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/ডিসেম্বর ০৮, ২০১৩)