সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের হাসাপাতালে হামলায় নিহত ১০
দ্য রিপোর্ট ডেস্ক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বেনগুইয়ের একটি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। খবর আলজাজিরা।
রাজধানীর অ্যামিতাই হাসপাতালে শুক্রবার রাতে চালানো এ হামলার সঙ্গে দেশটির স্যালেকা বিদ্রোহীরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালটিতে গত কয়েকদিন ধরে দেশটিতে সংগঠিত সহিংসতায় আহতরা চিকিৎসা নিচ্ছিলেন।
হামলার সময় বন্দুকধারীরা রোগীদের টেনে বাইরে এনে গুলি করে হত্যা করে। হামলার পর থেকে হাসপাতালটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
শান্তিরক্ষা বাহিনী ও প্রেসিডেন্ট গার্ডের সদস্য ছাড়া দেশটির সব বাহিনীকে শনিবার রাজধানীর রাস্তায় অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে টানা দুই দিনের সংঘর্ষে দেশটিতে প্রায় ৩শ’ লোক মারা গেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্সের পক্ষ থেকে দেশটিতে অতিরিক্ত প্রায় ১২০০ সেনা মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/ডিসেম্বর ০৮, ২০১৩)