চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট ও মহামায়া এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করেছে অবরোধকারীরা। ১৮ দলের ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রবিবার ভোরে গাছগুলো কেটে রাস্তায় ফেলে রাখে তারা।

ওই সময় ঘটনাস্থল থেকে একজনসহ জেলার বিভিন্ন স্থান থেকে ছয়জন ১৮ দল কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া চাঁদপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে অগের অবরোধগুলোতে চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল না করলেও রবিবার সকালে ঈগল লঞ্চ ছেড়ে যাবে বলে জানিয়েছেন লঞ্চের মালিক প্রতিনিধি আজগর আলী।

তিনি জানান, আমরা সব সময়ই লঞ্চ ছাড়তে চাই, যাত্রী না থাকায় কখনো কখনো ছাড়া হয় না। সকাল পৌনে ৯টার দিকে চাঁদপুর শহর ও হাজীগঞ্জ বাজারে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে ১৮ দলীয় জোট।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, নাশকতা ঠেকাতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এমবি/এস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৩)