দ্য রিপোর্ট ডেস্ক : বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনজন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেলও মঙ্গলবার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আইকন ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে অংশ নেবেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। এ সময় লরা বুশও তাদের সঙ্গে থাকবেন।

তবে ১৫ ডিসেম্বর ম্যান্ডেলার পিতৃভূমি কুনুতে তার শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত ওবামা থাকবেন কিনা, তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ২০০৫ সালে ম্যান্ডেলার প্রথম সাক্ষাৎ হয়। ওবামা তখন সিনেটর ছিলেন। ওবামা জানান, বর্ণবাদবিরোধী আন্দোলনের নায়ক ম্যান্ডেলার কাছ থেকে অনুপ্রাণিত হয়েই তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন।

হোয়াইট হাউসের তরফ থেকে আরো জানানো হয়েছে, জর্জ বুশের বাবা সিনিয়র বুশও ম্যান্ডেলার শেষকৃত্যে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু এতো দূরে ভ্রমণের মতো শারীরিক অবস্থা না থাকায় পরবর্তীতে এ পরিকল্পনা বাদ দেন।

জোহানেসবার্গের ৯৫ হাজার আসনবিশিষ্ট ‘সকার সিটি স্টেডিয়ামে’ মঙ্গলবার ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠান হবে। জনসাধারণের শ্রদ্ধা জানানোর উদ্দেশে তিনদিন ধরে ম্যান্ডেলার দেহ প্রিটোরিয়ার রাস্তা দিয়ে জোহানেসবার্গে নেওয়া হবে।

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ধর্মীয় নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশ্বের বিভিন্ন পেশার মানুষ ম্যান্ডেলার শেষকৃত্যে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ম্যান্ডেলার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা সপ্তাহব্যাপী শোক প্রকাশের ঘোষণা দিয়েছে। সূত্র: এএফপি।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৮, ২০১৩)